Security In-charge

সিকিউরিটি ইনচার্জ
একজন সিকিউরিটি ইনচার্জকে অবশ্যই আর্মি পার্সন হতে হবে, তা না হলে আমরা সিকিউরিটি ইনচার্জ হিসেবে নিই না। তার শিক্ষাগত যোগ্যতা হতে হবে ন্যুনতম ডিগ্রি পাশ। ১০-১২ বছরের সিকিউরিটি সুপারভাইজারের দায়িত্ব পালন করা হলেও তাকে সিকিউরিটি ইনচার্জ হিসেবে নেওয়া হয়। আমাদের টিম যে বিষয়গুলো দেখে সিকিউরিটি ইনচার্জ নিয়োগ দেন, তা হলো; তার হাইট, ওয়েট, মেডিকেল রিপোর্ট, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ইত্যাদি। এসবকিছু পর্যালোচনা করা হয় নিয়োগ দেওয়া হয়। এছাড়াও ইনচার্জের কোনো পুলিশ রেকর্ড আছে কি না, সে সব ডকুমেন্টশনও নিয়ে নিয়োগ করা হয়। এরপর সফটওয়ারের মাধ্যমে ডাটা এন্ট্রি করার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। ক্লায়েন্টের সাথে যেমন চুক্তি হয়, সেই অনুযায়ী স্যালারি দেওয়া হয় সিকিউরিটি ইনচার্জকে। আপনার চাহিদা অনুযায়ী আমাদের কাছে সিকিউরিটি ইনচার্জ অর্ডার করতে পারেন। আমাদের কাছে যোগাযোগ করলে আমরা আপনার প্রয়োজনমতো সিকিউরিটি ইনচার্জ সরবরাহ করব।

A Security Incharge must be an Army Person, otherwise, we would not be considered a Security Incharge. His educational qualification must be a minimum degree. Although he served as a security supervisor for 8-12 years, he was taken as security in-charge.
The minimum educational qualification of a Security Incharge must be Degree. In some cases, graduates are also taken. Also, the Incharge was appointed with all the documentation whether the Incharge had any police records. The recruitment process is then completed through data entry through the software. Then they were specifically trained in their training centers.
If someone wants to be a security in-charge of an army surgent, You can order a security in-charge at your disposal. If you contact us, we will be provided with a security in-charge as needed.